রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ শুক্রবার রাত ১০টা ৩ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এখনো পর্যন্ত আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পারিনি। এমনকি কোনো হতাহতের ঘটনা আছে কি না তাও জানতে পারিনি।’
নুসরাত কাদেরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত