ধর্মীয় অবমাননার গুজব রটিয়ে লালমনিরহাটের পাটগ্রামে একজনকে আগুনে পুড়িয়ে হত্যার পর কুমিল্লার মুরাদনগরে একই কায়দায় এক ইউপি চেয়ারম্যানসহ সাধারণ মানুষের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
সোমবার (২ নভেম্বর) দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, উগ্রবাদী জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি সুপরিকল্পিতভাবে ধর্মীয় অবমাননার গুজব রটিয়ে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে দেশে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে ঘোলাজলে তাদের হীন রাজনৈতিক ফায়দা ও স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে।
উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর পৈশাচিকতা কঠোর হস্তে দমন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
বিবৃতিতে তারা বলেন, উগ্রবাদী জঙ্গিবাদীদের ব্যাপারে সামান্যতম ছাড়, নমনীয়তা, উদাসীনতা দেশে পাকিস্তান-আফগানিস্তানের মতো ধর্মের নামেই খুনাখুনি-রক্তারক্তি-অশান্তির পরিস্থিতি তৈরি করবে।
দেশের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক-সামাজিক শক্তি ও শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান সকল মানুষকে উগ্রবাদী জঙ্গিবাদীদের বিরুদ্ধে মাঠে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
নুসরাত কাদেরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত